বাংলা

KendroBindu Academic Care

A place of practical and ethical learning

About the Coaching

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন ছাত্র/ছাত্রীকে মৌলিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। তাদের গণিতের  বেসিক জ্ঞান বৃদ্ধির জন্য আমাদের প্রতিষ্ঠানে রয়েছে একাডেমিক পড়ার বাহিরে গণিতের জিরো টু আ্যডভান্স কোর্স। যার সাহায্যে ছাত্র ছাত্রীরা তাদের গণিতের দূর্বলতা কাটাতে পরবে এবং গণিত বুঝে সমাধান করতে পারবে। ইংরেজি বিষয়ে বেসিক জ্ঞান বৃদ্ধির জন্য একাডেনিক পড়াশোনার পাশাপাশি রয়েছে ইংরেজি বেসিক কোর্স। যার সাহায্যে আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়ে সঠিক উচ্চারণ করে পড়তে পারবে নিজে নিজে ইংরেজি লিখতে পারবে কেউ ইংরেজিতে কথা বললে সেটা পরিষ্কার ভাবে বুঝতে পারবে এবং কেউ ইংরেজিতে প্রশ্ন করলে সেগুলোর উত্তর দিতে পারবে সেই সাথে ইংরেজি গ্রামার এর শূন্য থেকে এডভান্স লেভেলের জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়াও হাতের লিখা সুন্দর করার জন্য রয়েছে সুন্দর হাতের লিখা কোর্স যার সাহায্যে ছাত্রছাত্রীরা হাতের লিখা সুন্দর করার সুযোগ পাবে সেই সাথে কিভাবে উত্তরপত্র  সাজিয়ে লিখবে সে বিষয়ে সম্যক ধারনা পাবে। বর্তমানের তথ্য প্রযুক্তির যোগে কম্পিউটার শিক্ষার গুরত্ব অপরিসীম। আমাদের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স। ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের ৫ ওয়াক্ত নামায পড়া ও অভিভাবকদের সাথে কিভাবে ব্যবহার করছে সে বিষয়ে গভীর মনিটরিং করা হয়।
তাই প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি আপনাদের বলব আমাদের প্রতিষ্ঠনে আসুন আমদের প্রতিষ্ঠান সম্পর্কে জানুন এবং আপনার সন্তানকে যোগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করুন।